মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ২১ ডিসেম্বর ২০২৪

কয়েক ধাপে ঢাকায় ফিরছেন লিটনরা

কয়েক ধাপে ঢাকায় ফিরছেন লিটনরা
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ সিরিজ শেষ হয়েছে শুক্রবার। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে স্মরণীয় সাফল্য নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করেছে লিটন দাসের দল। বছরের শেষটা রাঙিয়ে স্থানীয় সময় দুপুরে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দলের সবাই একসঙ্গে দেশে ফিরছে না। চার ভাগে ভাগ হয়ে লন্ডন হয়ে দেশে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম ভাগে রবিবার সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় ফিরবেন সাত জন। দ্বিতীয় ভাগে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে চার জন ফিরবেন ঢাকায়। 
এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স সূত্র জানিয়েছে, কোচিং স্টাফের সদস্যরা যাবেন বড় দিনের ছুটিতে। ফিরবেন কেবল দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 
এক মাসেরও বেশি এই সফরের শুরু হয় টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়। এরপর সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে হোয়াটওয়াশ হয়। তবে সেন্ট ভিনসেন্টে কিংসটাউনের আর্নোস ভেলেতে চমকে দেওয়া পারফরম্যান্স করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচেই জয় তুলে দেন লিটন দাসের দল।

সর্বশেষ

জনপ্রিয়