মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৬ ডিসেম্বর ২০২৪

মেহজাবীনকে জড়িয়ে ধরে চুমু খেলেন জয়া

মেহজাবীনকে জড়িয়ে ধরে চুমু খেলেন জয়া
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী আবেগঘন এক মহূর্ত উপহার দিলেন দর্শকদের। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার ‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটেছে এমন ঘটনা। 
এদিন যেখানে প্রদর্শনী শেষে মেহজাবীনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খান জয়া
এরপর মেহজাবীনকে প্রশংসায় ভাসিয়ে জয়া বলেন, ‘আমি অবাক হয়ে ওর অভিনয় দেখছিলাম। আর মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি করেছে মেহজাবীন। অর ভবিস্যতের জন্য শুভ কামনা।’
‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে।
প্রিয় মালতী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এ ছাড়া আরও আছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। 
পরিচালক শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের।
 

সর্বশেষ

জনপ্রিয়