রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত: ১৪:০৮, ২৮ ডিসেম্বর ২০২৪

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিনের। কারণ দু’জনেই নায়কের প্রাক্তন স্ত্রী। আর শাকিব খানও গণমাধ্যমকে জানিয়েছেন, অপু-বুবলী দুজনেই তার অতীত। কারো সঙ্গেই তার সম্পর্ক নেই।

এদিকে, কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ যোগ্যতা এক দিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’

অপুর এই বক্তব্য নিয়ে নানা বিশ্লেষণ চলছে নেটদুনিয়ায়। নেটিজেনরা মনে করছেন, ‘তাদের’ বলতে অপু ইঙ্গিত করেছেন বুবলীকে।

এসব আলোচনা-সমালোচনার মধ্যে গেল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুবলী। নিজের কয়েকটি ছবি শেয়ার করে, কারো নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা উত্তর।

এবার নেটিজেনরা বুবলীর বক্তব্য নিয়েও বিশ্লেষণ করছেন। যার প্রমাণ মেলে ফেসবুকেই। অনেকেই বলছেন, পূর্বের মতো এবারও অপুকে উদ্দেশ্য করেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা!

সর্বশেষ

জনপ্রিয়