রোববার , ১১ মে ২০২৫
Sunday , 11 May 2025
১৩ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৪৮, ৪ মে ২০২৫

স্বস্তিকার কাছ থেকে আমিই অব্যাহতি চেয়েছিলাম: পরমব্রত

স্বস্তিকার কাছ থেকে আমিই অব্যাহতি চেয়েছিলাম: পরমব্রত

স্বস্তিকার কাছ থেকে আমিই অব্যাহতি চেয়েছিলাম: পরমব্রত

১৬ বছর আগেই পথ হয়েছে আলাদা। তবে সম্প্রতি এক পডকাস্টে পরমব্রতকে বলতে শোনা গেল, তিনিই ‘অব্যাহতি চেয়েছিলেন’ স্বস্তিকার থেকে।

পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে কোনোদিনই সেভাবে ছিল না রাখঢাক। এমনকী, বিচ্ছেদের পরেও, একে-অপরকে নিয়ে কথা বলতে দ্বিধা করেন না। বিচ্ছেদের পর, এখন স্বস্তিকার সঙ্গে কেমন সম্পর্ক পরমব্রতর? একসঙ্গে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা? কেন ভাঙনের পথই বেছে নিয়েছিলেন দুজনে?

২০০৮-০৯ সাল নাগাদ প্রেমে ছিলেন স্বস্তিকা আর পরমব্রত। তখন সদ্য জিতের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রীর। দুজনের প্রেমটা ছিল প্রায় বছর দুয়েক। দাম্পত্য ভেঙে বেরিয়ে এলেও, চলছে ডিভোর্সের মামলা। সেই কঠিন সময়তেই পাশে পেয়েছিলেন পরমব্রতকে।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-তে  পরমব্রত জানান যে, ব্রেকআপ করার সিদ্ধান্ত ছিল তারই।

অভিনেতা বলেন, ‘আমাদের প্রায়শই দেখা হয়। কথা হয়। আমরা দুই বছর একসঙ্গে ছিলাম। সেই দুই বছরের মধ্যে একটা বড় সময় এমন ছিল, যেটা খুব সুন্দর ছিল। সেটাকে আমি সারাজীবন সুন্দর স্মৃতি হিসেবে মনে রেখে দেব। আরেকটা যেটা ছিল, সেটা খুব অশান্ত ছিল। আমার বলতে কোনো বাধা নেই, একটা সময়ে এসে আমি নিজেই অব্যাহতি চাই।’

এর পরপরই সিনেমা নিয়ে পড়াশোনার জন্য পরমব্রত চলে যান বিদেশে। তারপর যখন ফেরত আসেন, তত দিনে অনেকটাই ভরে গিয়েছে ক্ষত।

পরমব্রত বলেন, ‘সেই সময়ের আমি, আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য আছে। সেই সময় (বিচ্ছেদের পরপর) ওর সঙ্গে কথা বলতে একটা অস্বস্তি হতো। স্বস্তিকারও মানুষ হিসেবে অনেক বিবর্তন ঘটেছে। আমি যে স্বস্তিকাকে চিনতাম, যখন আমরা একসঙ্গে ছিলাম, সেই স্বস্তিকা আর এই স্বস্তিকার মধ্যে অনেকটা ফারাক। সেটা আমি দেখতে পাই। ওর কথা শুনলে বুঝতে পারি। যে রকমভাবে বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে, আমরা যখন একসঙ্গে ছিলাম, আজ থেকে ১৬ বছর আগে, ভাবতেও পারতাম না।’

এদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন। জুন মাসে আসবে তার প্রথম সন্তান। তবে স্বস্তিকা এখনো সিঙ্গেল।

সর্বশেষ

জনপ্রিয়