মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৪

সমালোচনার জবাব দিলেন জেফার

সমালোচনার জবাব দিলেন জেফার
ছবি: সংগৃহীত

বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছেন গায়িকা জেফার রহমান। নেটদুনিয়ায় জেফারের পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। অনেকের আপত্তি, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ কেউ তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।
অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
এদিকে, আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গাইবেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এই আয়োজনে গান শোনাবেন জেফারও। থাকছেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।
 

সর্বশেষ

জনপ্রিয়