ফ্রান্সে ইপিএস বিজয় উৎসব অনুষ্ঠিত
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে 'ইপিএস বিজয় উৎসব ২০২৫' সম্পন্ন হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হলরুমে এই উৎসব সম্পন্ন হয়।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, কবিতা আবৃত্তি, নৃত্য, পতাকা র্যালি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিলো এ উৎসবে। বাড়তি আয়োজন হিসেবে ছিলো দেশী স্বাদের পিঠা উৎসব।
ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান স্থায়ী সদস্য এলান খান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক চৌধুরী মারূফ অমিত এবং স্থায়ী সদস্য তপন দাশের সঞ্চালনায় ফ্রান্সে বেড়ে ওঠা অসংখ্য বাঙ্গালি বংশদ্ভূত শিশুরা উৎসবে অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন কবি মেরি হাওলাদার এবং ফাতেমা তুজ জহুরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের সুনামধন্য কণ্ঠশিল্পী সুমা দাশ, চয়ন বড়ুয়া, গৌতম দাশ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া উপস্থিত শিশুরাও কবিতা আবৃত্তি এবং নৃত্যে অংশগ্রহণ করেন।
উক্ত আয়োজনে ফ্রান্স প্রবাসী রাজনীতিবিদ, কবি, লেখক-গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।



































