মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ০১:০০, ২১ মে ২০২৫

আপডেট: ০১:৪১, ২১ মে ২০২৫

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ

সাংবাদিকদের আর আন্দোলনে ঠেলে দেবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আজ মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক নির্যাতনে দেশে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।” 
তিনি আরও বলেন, “সাংবাদিকদের আর কোণঠাসা করবেন না। আমাদের আর বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে।”
এ সময় বক্তারা অভিযোগ করেন, দুর্নীতিবাজরা হামলা ও মামলার মাধ্যমে সাংবাদিকদের দমন করতে চাইছে। এ অবস্থায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বক্তারা বলেন, “সাংবাদিক নির্যাতনকারীদের আশ্রয় দিয়ে নিজেদের কলঙ্কিত করবেন না। বরং সাংবাদিকদের বিপদে পাশে থাকুন।”
সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের তালিকা তৈরি এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়নসহ ১৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
কলম বিরতির সময় বক্তব্য দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল, সাংবাদিক কল্যাণ পরিষদ, অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদসহ একাধিক সংগঠনের নেতারা। তাদের মধ্যে ছিলেন মঞ্জুর হোসেন ঈসা, খায়রুল আলম রফিক, টিএইচএম জাহাঙ্গীর, মমিন আনসারী, রুনা লায়লা তানজানিয়া, নুরুল হুদা বাবু, কবির নেওয়াজ, শফিকুল ইসলাম, শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত হিমেলসহ আরও অনেকে।

গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে কেন্দ্রীয়ভাবে কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। তার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকরা কলম বিরতি পালন করেন।
বিএমএসএফ সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা বলছে, দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।
 

সর্বশেষ

জনপ্রিয়