রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:৩২, ১৭ জুন ২০২৫

দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত
ছবি: সংগৃহীত

২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

 

গল টেস্টে দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। তাদের দৃঢ়তায় এখন শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সফরকারীরা।

আর সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিলেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের প্রথম ইনিংসে ৭৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। ১০১ রানে ব্যাট করছেন শান্ত, অন্যপ্রান্তে ৮৭ রান নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছেন মুশফিকও।

সর্বশেষ

জনপ্রিয়