মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:০৫, ১৪ আগস্ট ২০২৫

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?

বাবা ক্রিকেট কিংবদন্তী হলেও বাইশগজে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। এরই মধ্যে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অর্জুন।

জানা গেছে, গত বুধবার মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্ধুবান্ধব।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার পরিচিত নাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার।সানিয়াও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান।

 

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণভাবে থাকতে ভালোবাসেন। বেশ কিছুদিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।

সর্বশেষ

জনপ্রিয়