রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:১৯, ১ অক্টোবর ২০২৫

গাজার খুব কাছে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

গাজার খুব কাছে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

গাজার অবরুদ্ধ উপকূলের দিকে এগিয়ে যাওয়া ৪৭টি নৌযানের বিশাল বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে কোনো সময় ইসরায়েলি সামরিক হামলার মুখে পড়তে পারে। বহরটিতে অংশ নিয়েছেন বিশ্বের অন্তত ৩০টি দেশের ৫০০ জনেরও বেশি অধিকারকর্মী, আইনপ্রণেতা, পরিবেশ আন্দোলনকারী ও সাংবাদিক।

 

এই বহরে অংশ নিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম। ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তিনি এতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

 

ফ্লোটিলাটি ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজায় সরাসরি ত্রাণ পৌঁছানোর লক্ষ্য নিয়ে রওনা হয়েছে। ইতালির থামার আহ্বান প্রত্যাখ্যান করে আয়োজকেরা একে ‘ষড়যন্ত্রমূলক পদক্ষেপ আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, তারা সংকটপূর্ণ এলাকায় প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েল ফ্লোটিলার কিছু অংশগ্রহণকারীর বিরুদ্ধে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। এ কারণে ইসরায়েলি নৌবাহিনী পুরো বহর আটক ও কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

 

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং শহীদুল আলম ছাড়াও বহরে রয়েছেন ইউরোপীয় আইনপ্রণেতা, মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক, চিকিৎসক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা জানান, বহরের উপস্থিতি নিছক ত্রাণ নয়, এটি একটি নৈতিক অবস্থানগাজার জনগণের প্রতি সংহতির বহিঃপ্রকাশ।

 

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লোটিলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বন্দরে মোতায়েন করা হয়েছে ৫০০-এর বেশি পুলিশ সদস্য, এবং স্থানীয় হাসপাতালগুলোকে সম্ভাব্য সংঘর্ষে আহতদের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

ফ্লোটিলার সঙ্গে থাকা শহীদুল আলম আগে থেকেই গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক নানা ফোরামে কথা বলে আসছেন। এবার সরাসরি জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছাতে চাওয়াটাকে তিনি এক "মানবিক দায়বদ্ধতা" হিসেবে দেখছেন।

 

বর্তমানে বহরটি গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে। সংঘর্ষ এড়াতে আন্তর্জাতিক মহলের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে।

 

সর্বশেষ

জনপ্রিয়