ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটি (ইসি) ও উপদেষ্টা কমিটির যৌথ সভা বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম এবং সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।
সভায় উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রম, বিশেষ করে মানবিক সহায়তা ও শিক্ষামূলক উদ্যোগ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৯ নভেম্বর ২০২৫ রবিবার সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য “এডুকেশনাল অ্যাওয়ার্ড সেরিমনি” সফলভাবে সম্পন্ন করতে সকল সদস্য, ট্রাস্টি এবং ঢাকাদক্ষিণবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ব্রিটেনের ঢাকাদক্ষিণ হাউস থেকে প্রাপ্ত ভাড়া বাবদ অর্থ দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে সংস্থাটি। সভায় জানানো হয়, প্রথম ঘরটির নির্মাণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং আগামী মাসে নতুন আরেকটি ঘর নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় কুরআন তেলাওয়াত করেন সহকারী ট্রেজারার মো. ছাদেক আহমদ। এছাড়াও আলোচনায় অংশ নেন উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, আফজল হোসেন চৌধুরী, আলাউদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, সালেহ আহমদ এবং ইসি সদস্য ও নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সবাই সংস্থার মানবিক ও সামাজিক উন্নয়নের কার্যক্রমে পূর্ণ সমর্থন জানান এবং আগামীতেও একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দেশের প্রান্তিক জনগণের জীবনে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান নেতারা।