রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে’

লন্ডনে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে’

পেশাদার হিসাববিদদের সম্মান জানাতে এবং নতুন প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো যুক্তরাজ্যে পালিত হলো ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে

গত ২৭ সেপ্টেম্বর শনিবার, পূর্ব লন্ডনের দ্য অট্রিয়াম মিলনায়তনে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি (পিএএস) এর আয়োজনে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেক কাটা, আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ার ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুরাইয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন পিএএস এর গ্যারান্টর ও ডিরেক্টর মো. ইফতেখারুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মো. আজীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অশোক কুমার ভরদ্বাজ (Bhardwaj & Co), অ্যান্ডি ওল্ডেকর (Nest Pension), আক্তার (Tide Bank), আহসান সরকার (Olympia Finance), মাহমুদ রউফ (Rauf & Co), ইকবাল চৌধুরী (Epsom Accountants), মিতু চৌধুরী (BCA), আরিফ হোসাইন (HSBC), এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আগত উদ্যোক্তা মোহাম্মদ কলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. আবদুর রকিব, খসরুজ্জামান, আলী আশরাফ চৌধুরী, হোসাইন আল মামুন, তালহা বিন মির্জা মুহাম্মদ, হৃদয় সেনসহ অনেকেই। উপস্থিত ছিলেন আরও অনেক ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্ট ও কমিউনিটি নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে প্রকাশিত হয় একটি স্মরণিকা। এছাড়া, ‘ট্রিও আর্টস-এর পরিবেশনায় অ্যাকাউন্ট্যান্টদের জীবনের গল্প নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ হয়, যা দর্শকদের দারুণভাবে নাড়া দেয়। অনুষ্ঠানে ছোট্ট শিশু আইহাম সাইদের পিয়ানো পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি “LB24” টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

 

উল্লেখ্য, দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি ঘোষণা দিয়েছে, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ শনিবার ‘ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে হিসেবে উদযাপন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়