বারোতম মুসলিম চ্যারিটি রান ১২ অক্টোবর: প্রস্তুতির শেষ মুহূর্তে আয়োজকরা

পূর্ব লন্ডনের জনপ্রিয় বার্ষিক ইভেন্ট মুসলিম চ্যারিটি রান এবার ১২তম বর্ষে পদার্পণ করছে। আগামী ১২ অক্টোবর, রোববার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে দেড় হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা।
চ্যারিটি রান উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, সিইও জুনায়েদ আহমদ, সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক এবং ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী।
ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, এটা শুধু একটি দৌড় নয়, বরং একটি কমিউনিটি উৎসব। অংশগ্রহণ করলেই দৌড়াতে হবে— এমন বাধ্যবাধকতা নেই। পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে অন্যদের উৎসাহ দিলেও সাওয়াবের অংশীদার হওয়া যাবে। তিনি জানান, এবার ১২ বছরের নিচে মেয়েরাও অংশ নিতে পারবে।
সিইও জুনায়েদ আহমদ জানান, গত এক দশকে মুসলিম চ্যারিটি রান থেকে প্রায় ১.২ মিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে। শুধু ২০২৪ সালেই ৩৫টি প্রতিষ্ঠান মিলে ১.৯৫ লাখ পাউন্ড ফান্ডরেইজ করেছে। “এই রান শুধু চ্যারিটি নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতির একটি বড় প্ল্যাটফর্ম,” বলেন তিনি।
সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক বলেন, “চ্যারিটি রানে অংশ নেওয়াও একটি ইসলামিক কাজ। যদি নিয়ত ভালো হয়, তাহলে প্রতিটি পদক্ষেপেই সাওয়াব পাওয়া যায়।” তিনি বলেন, স্বাস্থ্য, ঐক্য ও দান—এই তিন মূল উদ্দেশ্যকে ঘিরেই আয়োজনটি হয়ে উঠেছে কমিউনিটির জন্য অনুকরণীয়।
ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী জানান, মাত্র ১০ পাউন্ড রেজিস্ট্রেশন ফি দিয়ে যে কেউ তাদের পছন্দের চ্যারিটির পক্ষে অংশ নিতে পারবেন। এই ফি’র বিনিময়ে দেওয়া হবে ব্র্যান্ডেড টি-শার্ট, মেডেল, বিজয়ীদের জন্য ট্রফি ও অন্যান্য লজিস্টিক সেবা। এছাড়া শিশুদের জন্য থাকছে বাউন্সি ক্যাসল, ফুটবল শুটিং, গেম স্টল ইত্যাদি।
চ্যারিটি রানে স্পনসর হিসেবে থাকছে: লন্ডন ম্যারাথন, মুসলিম এইড, সালাম চ্যারিটি, আল খায়ের ফাউন্ডেশন, হেল্প ইয়াতীম, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, সুন্নাহ মাস্ক, কুরআন বাউন্ডসহ আরও কয়েকটি মানবিক সংগঠন।