রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডনে বিশেষ আলোচনা সভা

গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডনে বিশেষ আলোচনা সভা

বাংলাদেশ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব হলে আয়োজিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের প্রধান ও বিবিসি বাংলার সাবেক সম্পাদক কামাল আহমদ।

প্রবন্ধে কামাল আহমদ বলেন, “আর্থিক স্বাধীনতা ছাড়া গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে তারা মালিকপক্ষ বা রাজনৈতিক প্রভাবের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

তিনি জানান, রিপোর্ট প্রস্তুতের আগে দেশের ৮টি বিভাগে প্রায় ১,৪০০ সাংবাদিক, মালিক ও একাডেমিশিয়ানের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সবচেয়ে জরুরি প্রস্তাবগুলোই রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রস্তাবনা-

# এক মালিকের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে মালিকানা নিষিদ্ধ করা

# বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বাসসকে একত্র করে স্বাধীন সম্প্রচার সংস্থা গঠন

# ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সাংবাদিকদের বিরুদ্ধে অপব্যবহার রোধে সংস্কার

# সাংবাদিকদের ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা

# তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন

সভায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বেলাল আহমদ, শামসুল আলম লিটন, মহিব চৌধুরী, সারওয়ার-ই-আলম, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ আরও অনেকে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মিডিয়ার স্বচ্ছতা এবং সংবাদ পরিবেশনের মানোন্নয়নে কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের আহ্বান জানান আলোচকরা।

সভা শেষে বক্তারা বলেন, এই রিপোর্ট যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হয়, সেই দাবিতে সাংবাদিক সমাজকে আরও সোচ্চার হতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়