রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:৩১, ২৭ আগস্ট ২০২৫

সাংবাদিক বিভুরঞ্জন ও তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

সাংবাদিক বিভুরঞ্জন ও তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।

২৬ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মীরা।

এই মানববন্ধনের আয়োজন করেন সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাছ পাশা, ব্রিকলেন পত্রিকার সম্পাদক জুয়েল রাজ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, ও ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।

বক্তারা জানান, বিভুরঞ্জন সরকার ও তুহিনের হত্যার পেছনে সরকারের ভূমিকা রয়েছে। তাঁরা প্রেস সচিব শফিকুল আলমকে এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করেন এবং বলেন, দেশসেরা সাংবাদিকদের মিথ্যা মামলায় প্রমাণ ছাড়া গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

তারা আরও দাবি করেন, প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবীর, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শ্যামল দত্ত, শাকিল আহমদসহ সকল আটক সাংবাদিককে মুক্তি দিতে হবে।

 

বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার হয় মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে। এখনো জানা যায়নি, এটি হত্যা না আত্মহত্যা।

মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমে পাঠানো শেষ লেখায় তিনি নিজের অবস্থান, হতাশা ও কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছিলেন।

সাংবাদিকরা বলেন, এ মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। একইভাবে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন আবু মুসা হাসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ড. আনসার আহমেদ উল্লা, বাতিরুল হক সরদার, সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক সুশান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সুয়েজ মিয়া, মানবাধিকারকর্মী পুষ্পিতা গুপ্ত, কলামিস্ট শাহ রুমি হক, কবি-সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ, সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দেশ এখন মবের নিয়ন্ত্রণে। সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে বিকৃত করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।

 

আয়োজকদের পক্ষে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক জুয়েল রাজ বলেন, আমাদের এই প্রতিবাদ বিবেকের তাড়নায়। এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই। তবে আমাদের প্রতিবাদ সময়ের খাতায় লিখে রাখলাম। ইতিহাস এই দায় একদিন মেটাবে।

সর্বশেষ

জনপ্রিয়