রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ৩১ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইনে বিস্ফোরণ, নিহত ৪ 

হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইনে বিস্ফোরণ, নিহত ৪ 
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাই এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্প প্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিজান গাজী, মাহফুজ মিয়া, ফয়সাল ও প্রকৌশলী রিয়াজ উদ্দিন। তাঁরা চাঁদপুর জেলার বাসিন্দা।
নবীগঞ্জ বাহুবল সা‌র্কেলের এএসপি জ‌হিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার ডুবাই বাজার এলাকায় আকিজ গ্রুপের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে।  
এ সময় দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজ ও ফয়সালের মৃত্যু হয়। আহত অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। 

সর্বশেষ

জনপ্রিয়