রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:৫৮, ২৬ জুলাই ২০২৫

পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪

পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের (সন্তু) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন।

 

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া গোলাগুলি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০ থেকে ৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল। ওই সময় গোলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।

 

তবে, ইউপিডিএফ বলছে, গোলাগুলির বিষয়টি তাদের জানা নেই। এক বিবৃতিতে সংগঠনটি থেকে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। এ দলে ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা নেই।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে।

সর্বশেষ

জনপ্রিয়