ব্যাংককের ব্যস্ত রাস্তায় হঠাৎ সিঙ্কহোল, যানজটে অচল নগরী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ততম এলাকাগুলোর একটিতে হঠাৎ ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুসিত জেলার সামসেন রোডে এই ধসের ফলে সড়কে বড়সড় একটি ‘সিঙ্কহোল’ বা গর্ত তৈরি হয়। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক এবং অচল হয়ে পড়ে যান চলাচল।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভাজিরা হাসপাতালের নিকটবর্তী রাস্তায় মাটি হঠাৎ দেবে যেতে শুরু করে। চোখের সামনে ধীরে ধীরে রাস্তা ডুবে যেতে দেখা যায়, যার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একের পর এক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে, পানির পাইপ ফেটে যাচ্ছে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো দ্রুত সরে যেতে চেষ্টা করছে।
রাস্তাটি চার লেন বিশিষ্ট ছিল এবং ধসটি এতটাই বড় ছিল যে তা পুরো রাস্তাকে বিভক্ত করে দেয়। ধসের একটি প্রান্ত গিয়ে ঠেকে একটি পুলিশ স্টেশনের সামনে, যার ফলে নিচের ভূগর্ভস্থ অবকাঠামো দৃশ্যমান হয়ে পড়ে।
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অন্তত তিনটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলের পাশেই অবস্থিত ভাজিরা হাসপাতালের বহির্বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য হাসপাতালের আশপাশের ভবনগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
ব্যাংককের গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধসের কারণে শহরের একটি বড় অংশের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ব্যস্ত সময়ে এই ধস শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাটির নিচে পুরনো পানি ও ড্রেনেজ পাইপ লিক করে দীর্ঘদিন ধরে মাটি দুর্বল হয়ে পড়েছিল। এতে ভূমির নিচে ফাঁপা স্থান তৈরি হয়, যা শেষ পর্যন্ত ধসের কারণ হয়ে দাঁড়ায়।
সিঙ্কহোলটি মেরামতের কাজ শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে জিও-ইঞ্জিনিয়ার এবং অবকাঠামো বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
আধুনিক শহরগুলোর পুরনো অবকাঠামো এবং অপরিকল্পিত নির্মাণ সিঙ্কহোলের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে—ব্যাংককের এই ঘটনা তারই একটি সতর্কবার্তা। সময়মতো সংস্কার ও পর্যবেক্ষণ না থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রাণঘাতী হতেও পারে।