মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৩১, ২১ জুলাই ২০২৫

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত

ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠিত হলো ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা। বিপুলসংখ্যক সদস্যের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির।

সভার সূচনায় কোরআন তেলাওয়াত করেন আজিজুর রহমান। পরে শুভেচ্ছা বক্তব্যে সভাপতি আব্দুল লতিফ নিজাম সকল সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, “মানবতার

কল্যাণে সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক আব্দুল বাছির বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। এরপর কোষাধ্যক্ষ জাকির হোসেন ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। সদস্যদের উপস্থিতিতে আলোচনার পর সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় গৃহীত হয় কনস্টিটিউশনের সংশোধনীগুলোও। এতে সকল সদস্যের পূর্ণ সমর্থন ছিল। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য এবং অনারারি সদস্যরা, যাঁরা সবাই আলোচনা ও মতামত প্রদান করেন।

বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট ইয়ামিন দিদার, দেলওয়ার আহমদ শাহান ও মো. সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামরুল ইসলাম, অ্যাডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, ফান্ড রাইজিং সেক্রেটারি সোহেল আহমদসহ আরও অনেকে।

সভায় ঢাকাদক্ষিণের প্রয়াত সমাজসেবকদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া। অসুস্থ সদস্যদের জন্যও দোয়া করা হয়।

সভা শেষে সভাপতি আব্দুল লতিফ নিজাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও মানবতার কল্যাণে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়