পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) থেকে ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২৪ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। ইসলাম ধর্ম অনুযায়ী, ১২ রবিউল আউয়াল তারিখে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস পালিত হয়, যা ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত।
এদিকে সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।