মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:০৮, ২৫ আগস্ট ২০২৫

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে তিন বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টেও বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বার্কিংয়ের পাওয়ারলী ফুটবল গ্রাউন্ডে রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় নগর গ্রামের ফুটবল টিম ও কানিশাইল গ্রামের ফুটবল টিম মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে কানিশাইল ফুটবল টিম চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে এবং নগর ফুটবল টিম রানার্সআপ হয়।

অংশগ্রহণকারী দলগুলো- কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, রায়গড় ফুটবল টিম, ঢাউস ফুটবল টিমসহ মোট দশটি দল।

টুর্নামেন্টে বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের ব্যাপক অংশগ্রহণ। পরিবারসহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্যই হলো নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির।স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, সহ-সভাপতি ই্মাম দিদার, ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বৃন্দ আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী মাস্টার, নুর উদ্দিন শানুর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা আমিনুর রশীদ খান, এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যগণ।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম বলেন, “ঢাকাদক্ষিণ আমাদের জন্মস্থান, শিকড়ের প্রতি ভালোবাসা ও মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সংগঠন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক আব্দুল বাছির স্পন্সর ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খেলাতে স্পন্সর করেছেন- আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, খায়রুল আলম, খালেদ আজিমউদ্দিন জামাল, আনোয়ার শাহজাহান, তারেকুর রহমান ছানু, রয়েল মেজবান।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে এই টুর্নামেন্ট দেশের বাইরের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফুটবল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়