রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

দেশে আবারও ভূমিকম্প! সাত দিনের ব্যবধানে এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হলো। আজ শনিবার (২৭ সেপ্টম্বর) বেলা ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সরাসরি যশোরের মনিরামপুর উপজেলাতেই।

 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই কম্পনের উৎপত্তিস্থল।

 

ভূমিকম্প বিষয়ক গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, আজ ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

১৪ সেপ্টেম্বর, ভারতের আসামে ৫.৮ মাত্রার একটি মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলেও কিছুটা অনুভূত হয়।

২১ সেপ্টেম্বর, সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

 

বিভিন্ন সময়কার পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা বলছেন, মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি একটি সম্ভাব্য ভূতাত্ত্বিক অস্থিরতার ইঙ্গিত হতে পারে।

তবে এখনো তীব্র মাত্রার ভূমিকম্পের আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

যদিও আজকের ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তারপরও ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

ভবিষ্যতের যেকোনো ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে গৃহনির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা, জরুরি বের হওয়ার পথ এবং পারিবারিক প্রস্তুতি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়