মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

নিলুফা ইয়াসমীন হাসান

প্রকাশিত: ১৫:০৬, ৯ জুলাই ২০২৫

বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রুখতে ছান্দসিকের ‘জাগো মানুষ’ প্রতিবাদী আয়োজন

বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রুখতে ছান্দসিকের ‘জাগো মানুষ’ প্রতিবাদী আয়োজন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নারী ও কন্যা শিশুদের ওপর সহিংসতার ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আবৃত্তি সংগঠন ‘ছান্দসিক

শনিবার (৫ জুলাই) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ‘জাগো মানুষ শিরোনামের এই আয়োজনে আলোচনা, কবিতা ও গানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৩৬টি এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে। শুধু জুন মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৪টি।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ছান্দসিকের কর্ণধার মুনিরা পারভীন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার কবিতা ‘জাগো মানুষ, জাগো মানুষ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

 

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, “বর্তমানে আমরা ভয়াবহ সময় পার করছি। নারীর প্রতি নির্যাতনের ধরন পাল্টে যাচ্ছে। অধিকাংশ ভুক্তভোগী কন্যা শিশু এবং অপরাধীরাও তরুণ। তিনি আরও বলেন, “নারীর প্রতি সহিংসতার ৭০ শতাংশই ঘটে পারিবারিকভাবে, কিন্তু বিচার হয় মাত্র ৩% ঘটনার।

 

জার্মানি থেকে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবায়দা নাসরীন বলেন, “ধর্ষণের ঘটনায় নিন্দা জানানোর আগেই রাজনৈতিক পরিচয় খোঁজা হয়, বিচার উপেক্ষিত থাকে। সংবাদমাধ্যমও অনেক ঘটনা প্রকাশ করে না। ভয়ের সংস্কৃতি ও পিতৃতন্ত্রের কারণেই এই সহিংসতা বাড়ছে। তিনি আরও জানান, “ধর্ষণের শিকার পরিবারের বাসস্থান দখলের মতো ঘটনাও ঘটছে।

 

আয়োজনে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, মাহমুদ এ রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ড. আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, কবি মাহফুজা রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঊর্মি মাযহারসহ অনেকে।

 

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন হিমাংশু গোস্বামী ও গৌরী চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, ময়নূর রহমান বাবুল, প্রকৌশলী মো. ইকবাল ও মহুয়া চৌধুরী।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয়এটি একটি রাষ্ট্রীয়, সামাজিক ও মানবিক সংকট। প্রতিকারের জন্য দ্রুত বিচার, সচেতনতা, শিক্ষায় নারীবান্ধব পাঠ্যক্রম ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ না করলে কোনো সমাজই প্রকৃত অগ্রগতির পথে এগোতে পারে না।

মানুষ তুমি জেগে ওঠো”—এই আহ্বানেই শেষ হয় প্রতিবাদী আয়োজন ‘জাগো মানুষ

সর্বশেষ

জনপ্রিয়