মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২১ ডিসেম্বর ২০২৪

অবশেষে মেহজাবীনের স্বপ্ন পূরণ

অবশেষে মেহজাবীনের স্বপ্ন পূরণ
ছবি: সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতার মধ্যদিয়ে ২০১০ সালে শোবিজে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে। স্বপ্ন ছিল নিজেকে বড়পর্দায় দেখার। ১৪ বছর পর অবশেষে অভিনেত্রীর সেই স্বপ্ন পূরণ হলো। গতকাল শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
বলা দরকার, শুটিংয়ের বিচারে এটি নায়িকার দ্বিতীয় সিনেমা হলেও মুক্তিপ্রাপ্ত হিসেবে এটাই প্রথম। তাই বড় ক্যানভাসে নিজেকে দেখানোর আবেগটাও বাড়তি।
মেহজাবীনের কথায়, ‘যারা ছোটপর্দায় কাজ করেন তাদের প্রায় সবারই নিজেকে বড়পর্দায় দেখতে চান। আমার ক্ষেত্রেও কিছুটা এমন। নিজেকে দেখানোর স্বপ্নে ডুবে ছিলাম। অবশেষে “প্রিয় মালতী” দিয়ে সেই স্বপ্নটা পূরণ হলো।’
এর আগে, গেল বৃহস্পতিবার রাতে ফেসবুকে দর্শকদের এক বার্তা দেন এই অভিনেত্রী। জানান, আজ তার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত দিন। যে দিনটির অপেক্ষায় গেল ১৪ বছর সাধনা চালিয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী।
মেহজাবীনের কথায়, ‘আজ আমার জীবনের অন্যতম বিশেষ দিন। যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেদিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে শুরু করে, প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং এই যাত্রায় আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সবাইকে।’
 

সর্বশেষ

জনপ্রিয়