মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯, ১৯ অক্টোবর ২০২৪

আড়াই মাস পর প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

আড়াই মাস পর প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। প্রায় ২০ থেকে ৩০ জন তরুণ সড়কে নেমে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান দিতে থাকেন। মিছিলকারীদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তবে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করা যায়নি।  

মিছিলের কিছু ভিডিও শুক্রবার রাতেই আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, "চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।"  

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করেছে। তারা দাবি করে, আগেও ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ শুক্রবার রাতে জানান, খুনি হাসিনাকে পুনর্বাসনের লক্ষ্যে শহীদের রক্তমাখা রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

ছাত্র-জনতার এক গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এর একদিন আগে অর্থাৎ ৪ আগস্ট চট্টগ্রামের রাজপথে সর্বশেষ প্রকাশ্যে আওয়ামী লীগকে দেখা গেছে। প্রায় আড়াইমাস পর কোনো কর্মসূচি পালন করতে দেখা গেল দলটিকে।

সর্বশেষ

জনপ্রিয়