মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৩৪, ১২ মে ২০২৫

কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

রোববার (১১ মে) সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য হবিবুর রহমান হাবিবসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শাখা সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা  বলেন, ক্ষমতালোভী ড. ইউনুস একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছেন। ৭১-এর পরাজিত শক্তি জামায়তে ইসলামী ও দেশি-বিদেশি জঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ সহায়তায় অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তারা আরও বলেন, ১৯৭১ সালে যেমন আলবদর-রাজাকাররা গণহত্যা চালিয়েছিল, ঠিক তেমনই ২০২৫ সালে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ৭৬ বছরের রাজনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানা হয়েছে।

সমাবেশে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘গর্জে উঠুক প্রতিবাদ’ , `নিপাত যাক জঙ্গিবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বক্তারা বলেন, বাংলাদেশ আজ মানবাধিকার লঙ্ঘনের দুঃসহ পরিস্থিতিতে পড়েছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী কেউই এই নিপীড়নের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

সমাবেশে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবারও রুখে দাঁড়ানোর আহ্বানে শেষ হয় প্রতিবাদ সমাবেশ।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: