মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:৩২, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা

কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা

কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা

কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক বিবৃতিতে প্রদান করেছেন। বিবৃতিতে তিনি ন্যক্কারজনক জঙ্গি হামলায় নিহতদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, সন্ত্রাসবাদীরা মানবতার অগ্রযাত্রাকে থমকে দিতে চায়। তারা মানবতার ঘৃণিত শত্রু। বাংলাদেশ আওয়ামী লীগ নীতি ও আদর্শগতভাবে বরাবর সন্ত্রাসের বিপক্ষে অবস্থান গ্রহণ করে চলেছে। সারা বিশ্বে মানবতাবাদী রাজনৈতিক দর্শনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। কাশ্মীরে যে জঙ্গি-সন্ত্রাসী হামলা ঘটেছে তা মানবিক বিশ্ব গড়ে তোলার প্রধানতম অন্তরায় এবং মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন। এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মানবিক সমাজ গড়ার লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণভাবে সক্রিয় সমর্থন বজায় রাখবে। আমরা এ ধরনের বর্বর জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে। বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গড়ে তোলার মাধ্যমে মানবিক সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গড়ে বিনির্মাণে বদ্ধপরিকর। আমরা নীতিগতভাবে এ ধরনের জঙ্গি-সন্ত্রাসী মোকাবিলা করে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিয়ে এসেছি। আমরা এ ধরনের বর্বর জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: