মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৭, ২৬ ডিসেম্বর ২০২৪

লন্ডনের বরোগুলোতে ইংরেজির পর কোন ভাষা বেশি জনপ্রিয়?

লন্ডনের বরোগুলোতে ইংরেজির পর কোন ভাষা বেশি জনপ্রিয়?
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন একটি সংস্কৃতির মিলনস্থল। এখানে বিশ্বের ১০০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। পাকিস্তান থেকে কলোম্বিয়া, ইরান থেকে ফ্রান্স—বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের উপস্থিতি এখানে রয়েছে।

২০২১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী সম্প্রতি যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএসএস) প্রকাশ করেছে লন্ডনের প্রতিটি বরোতে (উপ-অঞ্চল) ইংরেজির পরে সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকা। 

এই তথ্য অনুযায়ী, লন্ডনের ৩২টি বরোর প্রতিটিতে তিন বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের প্রধান ভাষার ভিত্তিতে একটি মানচিত্র তৈরি করা হয়েছে। এতে উঠে এসেছে লন্ডনের বহু-সংস্কৃতির প্রকৃতি। 

ইংরেজির পর সবচেয়ে বেশি লোক যেই ভাষায় কথা বলে, সেই ভাষা প্রতিটি বরোতে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। আপনি চাইলে (ওএনএস)-এর ওয়েবসাইটে ইন্টারেক্টিভ মানচিত্রের মাধ্যমে নিজেই এই তথ্য দেখতে পারেন।

এই গবেষণায় দেখা গেছে, রোমানিয়ান এবং স্প্যানিশ ভাষা ইংরেজির পরে ছয়টি বরোতে সবচেয়ে জনপ্রিয়। 

মোট ১৩টি ভিন্ন ভাষা লন্ডনের ৩২টি বরোতে দ্বিতীয় প্রধান ভাষা হিসেবে চিহ্নিত হয়েছে। তবে টাওয়ার হ্যামলেটস বরোতে বাংলা সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষা। যেখানে ১০.৯৭% লোক এই ভাষায় কথা বলে। এর মধ্যে সিলেটি এবং চাটগাঁইয়া ভাষা অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়