শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
Friday , 16 January 2026
২৬ রজব ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ ডিসেম্বর ২০২৪

স্যান্ড্রিংহামে রাজপরিবারের বড়দিন উদযাপন

স্যান্ড্রিংহামে রাজপরিবারের বড়দিন উদযাপন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্যান্ড্রিংহ্যামের সেন্ট মেরি ম্যাগডালেন চার্চে বড়দিনের প্রার্থনায় অংশগ্রহণ করেছেন রাজা চার্লস এবং রানী ক্যামিলা। তাদের সঙ্গে ছিলেন প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলসসহ রয়্যাল পরিবারের অন্যান্য সদস্যরা।  

অনুষ্ঠানের আগে অনেক মানুষ চার্চের সামনে ভিড় করেন। তারা কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করেন রাজপরিবারের সদস্যদের এক নজর দেখার জন্য। বড়দিনের প্রার্থনা শেষে রাজপরিবার তাদের ঐতিহ্যবাহী স্যান্ড্রিংহ্যাম এস্টেটে একত্রিত হন। ১৯৮৮ সাল থেকে এটি তাদের নিয়মিত মিলনস্থল।  

এবারের বড়দিনের প্রার্থনাকে ঘিরে স্যান্ড্রিংহ্যামের পরিবেশ ছিল আনন্দময়। ভক্তরা রাজপরিবারের সদস্যদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রার্থনার সময় উপস্থিত ছিলেন রাজা, রানী, প্রিন্স উইলিয়াম, ক্যাথরিন এবং তাদের তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুই। এ ছাড়া প্রিন্সেস রয়্যাল, ডিউক ও ডাচেস অব এডিনবার্গ এবং লেডি লুইস উইন্ডসরসহ আরও কয়েকজন রয়্যাল সদস্যও উপস্থিত ছিলেন। তবে এবারের প্রার্থনায় অংশ নেননি রাজপরিবারের সদস্য ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু। সম্প্রতি চীনের সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তিনি সরে দাঁড়ান।  

ডিউক অব ইয়র্কের অনুপস্থিতির পেছনে বড় কারণ চীনের সন্দেহভাজন গুপ্তচর ইয়াং টেংবো। তিনি রাজপরিবারের ঘনিষ্ঠ হওয়ার অপচেষ্টা করেছিলেন বলে অভিযোগ। যদিও প্রিন্স অ্যান্ড্রুর অফিস জানিয়েছে, গুপ্তচরের সঙ্গে কোনো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হয়নি।  

সর্বশেষ

জনপ্রিয়