মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১৫ মে ২০২৫

একাধিক স্ত্রী রাখতে পারবেন মুসলিম পুরুষ, শর্ত জানাল ভারতীয় হাইকোর্ট

একাধিক স্ত্রী রাখতে পারবেন মুসলিম পুরুষ, শর্ত জানাল ভারতীয় হাইকোর্ট

একাধিক স্ত্রী রাখতে পারবেন মুসলিম পুরুষ, শর্ত জানাল ভারতীয় হাইকোর্ট

এখন চাইলেই রাখা যাবে চার স্ত্রী। এমন ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। তবে এক্ষেত্রে আদালত রেখেছে একটি বড় শর্ত: সব স্ত্রীকে দিতে হবে সমান মর্যাদা অধিকার। এ্ শর্ত মেনে এক মুসলিম পুরুষ একসঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারেন।

 
ইসলামে একাধিক বিয়ের অনুমতি আছে, কিন্তু সেটাকে কেউ যেন নিজের সুবিধামতো ব্যবহার না করেন।এমনই কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল।

ভারতের এনডিটিভি জানিয়েছে, ১৫ মে বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করে। মামলার কেন্দ্রে ছিলেন এক ব্যক্তি, ফুরকান, যিনি দ্বিতীয়বার বিয়ে করেন পূর্বের বিবাহ গোপন রেখে। পরে তার বিরুদ্ধে ধর্ষণ প্রতারণার অভিযোগ উঠে আসে।

ফুরকানের আইনজীবীর পাল্টা যুক্তি দিয়ে তিনি দাবি করেন, ফুরকানের দুই স্ত্রীই মুসলিম এবং ইসলামি শরিয়ত অনুযায়ী দ্বিতীয় বিয়েতে কোনো নিষেধ নেই। ফলে এটি গোপন বিবাহ বা প্রতারণা নয়।

বিচারপতি বলেন, ইসলাম চারটি পর্যন্ত বিয়ের অনুমতি দেয় বটে, তবে সেটা নির্দিষ্ট শর্তসাপেক্ষ। কোরআনে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ন্যায়বিচার সমতার ওপর ভিত্তি করে। বাস্তবে বহু পুরুষ এই নিয়মকে নিজেদের স্বার্থেস্বার্থপরভাবেব্যবহার করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।


বিচারপতি দেশওয়াল মনে করিয়ে দেন, ‘শরিয়ত অ্যাক্ট, ১৯৩৭’-এর আওতায় মুসলিমদের বিয়ে, তালাকসহ পারিবারিক বিষয়গুলো নির্ধারিত হওয়া উচিত। তিনি একই সঙ্গে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পক্ষে মত দেন, যাতে সব ধর্মের বিয়ের নিয়ম একরকম হয়একটিজাতীয় সমতার ছাতা নিচে।


১৮ পৃষ্ঠার রায়ে আদালত জানায়, যেহেতু উভয় স্ত্রী মুসলিম এবং বিয়েটি স্বেচ্ছায় হয়েছে, তাই এটি বৈধ। ফলে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা (বহুবিবাহ) এখানে প্রযোজ্য নয়।


আদালত মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ২৬ মে


এই রায় শুধু ফুরকানকে নিয়ে নয়ভারতের মুসলিম পারিবারিক আইন বহুবিবাহের বৈধতা নিয়ে নতুন করে ভাবার দরজাও খুলে দিল। আদালতের এই মন্তব্য রাজনীতিতেও তীব্র আলোড়ন তুলতে পারে, বিশেষ করে যখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে জাতীয় বিতর্ক তুঙ্গে।

সর্বশেষ

জনপ্রিয়