রোববার , ১২ অক্টোবর ২০২৫
Sunday , 12 October 2025
১৮ রবিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৫:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শেখ রেহানার ৭০ তম জন্মদিন

শেখ রেহানার ৭০ তম জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৭০ তম জন্মদিন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্মগ্রহণ করেন। দুই বোনের মধ্যকার আত্মিক সম্পর্ক, রাজনৈতিক প্রজ্ঞা ও পারিবারিক বন্ধন বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে তার দুই কন্যা ছাড়া বঙ্গবন্ধুর পুরো পরিবারকে কিছু বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে,  সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ রেহানা ও শেখ হাসিনা, কারণ তারা তখন অবস্থান করছিলেন পশ্চিম জার্মানিতে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনিও পরিবারের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা ধানমন্ডিতে গৃহবন্দী ছিলেন।

সাধারণ জীবনধারা, বিনয়ের প্রতীক হয়ে উঠেছেন তিনি। ‘ছোটো আপা নামে সমাদৃত শেখ রেহানা ১১৯৭৯ সালে তার ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে বিচারের জন্য প্রথম বিশ্বব্যাপী আহ্বান জানানোর কৃতিত্ব দেখিয়েছিলেন।

তিনি ১৯৭৯ সালে সুইডেনের স্টকহোমে এক আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা হেফাজতে নিহত জাতীয় চার নেতার হত্যাকারীদের বিরুদ্ধে প্রথম বিচারের আন্তর্জাতিক আহ্বান উত্থাপন করেন।

শেখ রেহানার জীবন বাংলাদেশের রাজনীতির অপ্রকাশিত অধ্যায়। তিনি প্রচারের আলোয় আসেন না, কিন্তু নেতৃত্বের ছায়ার মতো পাশে থাকেন।

সর্বশেষ

জনপ্রিয়