মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২১ আগস্ট ২০২৪

থাইল্যান্ডে এমপক্সের নতুন ধরনের সন্ধান

থাইল্যান্ডে এমপক্সের নতুন ধরনের সন্ধান
ছবি: সংগৃহীত

এমপক্সের নতুন ধরন এবং আরও বিপজ্জনক সন্ধানের খবর দিয়েছে থাইল্যান্ড। আজ বুধবার (২১ আগস্ট) এই খবর দিয়েছে দেশটি। এই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। খবর : এএফপি‘র  

রাজ্যের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান থংচাই কেরাতিহাত্তায়াকর্ন এএফপি’কে জানিয়েছেন, আক্রান্ত রোগী একজন ইউরোপীয় নাগরিক। তিনি আফ্রিকান দেশ থেকে থাইল্যান্ডে গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ধরনটি নিশ্চিত করার জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে। তবে কর্মকর্তাদের ধারনা, এটি ক্লেড-১ থেকে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টানে রাখা হয়েছে।

থংচাই এএফপি’কে বলেছেন, ‘আমরা একটি পরীক্ষা করেছি। তাদের অবশ্যই এমপক্স আছে এবং এটি অবশ্যই ক্লেড-২ নয়।’

সর্বশেষ

জনপ্রিয়