মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
Tuesday , 26 August 2025
০২ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রিজ বাংলানিউজ২৪

প্রকাশিত: ২২:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘ ক্লাবের লুটপাটের সাথে জড়িতদের শাস্তি দ

পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘ ক্লাবের লুটপাটের সাথে জড়িতদের শাস্তি দ

 

দেশের অন্যতম বড় মিঠা পানির বিল, চলন বিল অধ্যুষিত এলাকা সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নের যুবকদের নিয়ে ঘঠিত পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘ ক্লাবের লুটপাটের সাথে জড়িতদের শাস্তি দাবী করেছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নে অবস্থিত পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘ ক্লাব, নগ্ন ভাবে লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। দেশের অন্যতম মিঠা পানির মাছের স্বর্গ রাজ্য চলন বিল। যা, স্থানীয় বারুহাস ইউনিয়নের উপর দিয়েও প্রবাহিত হয়েছে। তবে এলাকার যুবকদের অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ২০১২ সালে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হয় পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘ ক্লাব। 

স্থানীয় তরুণ-যুবকরা নিজ অর্থয়ানের পাশাপাশি স্থানীয় বিত্তশালীদের সহযোগীতায় বার্ষিক ভাবে এলাকার  সাধারন নাগরিকদের জন্য ফ্র্রি চক্ষু সেবা কার্যক্রম থেকে শুরু করে, শীতের সময় শীতবস্ত্র, ঈদের সময় মহিলাদের শাড়ী, পুরুষদের পাঞ্জাবী, লুঙ্গি সহ প্রয়োজনীয় খাবার সামগ্রী বিনামূল্যে সরবরাহ করে আসত। এছাড়া যুবকরা যেনো অসামাজিক কর্মকান্ডে লিপ্ত না হয় এ জন্য তারা বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, বলিবল সহ বিভিন্ ট‚র্ণামেন্টের আযোজন করে সমাজকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের ভালো রেজাল্টের উপর ভিত্তি করে ক্রেষ্টও প্রদান করত সংগঠনটি। 

কিন্তু গত আগষ্টের পাঁচ তারিখের পর হঠাত এলাকার স্থানীয় সন্ত্রাসী ও দূবিত্তরা হঠাত হামলা করে ক্লাবটি পুরোপুরি লুটপাট করে। এছাড়া ক্লাবের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত এর কোন ব্যবস্থা না নেওয়ার স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।  এ বিষয়ে ক্লাব সংশ্লিষ্টরা তাদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, তিল তিল গড়ে তোলা সংগঠনকে যারা লুটপাট করেছে তাদের প্রশাসনিক শাস্তি চাই। আর স্থানীয়দের মন্তব্য অরাজনৈতিক সংগঠনের কার্যালয়ে হামলার মধ্য দিয়ে  সন্ত্রাসীরা প্রমান করেছে তারা কোন দলের নয়। আমরা এ ঘটনার সুষ্ট বিচার চাই।

সর্বশেষ

জনপ্রিয়