সোমবার , ১২ মে ২০২৫
Monday , 12 May 2025
১৪ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:২১, ৮ মে ২০২৫

লন্ডনে মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে লন্ডনের একটি রেস্টুরেন্টে সেমিনার ও ফান্ডরেইজিং ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৬ মে মঙ্গলবার বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এম এ মালিক এবং অন্যতম পরিচালক মোহাম্মদ সাহিদুর রহমান।

এ সময় সেমিনারে বক্তব্য দেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান, কেমডেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, চেম্বার ডিরেক্টর শাহানুর খান, ইউকে বিসিএ এর সভাপতি ওলি খান, সাবেক মেয়র পারভেজ আহমদ, গোলাম জিলানী চৌধুরী জেবু এবং আরও অনেকে।

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসিএ সভাপতি তফজ্জল মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, ব্যবসায়ী সাইফুর রহমান বাবুল, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, রিতা বেগম, ছাত্রনেতা আহমেদ হাসান, তারাউল ইসলাম, আব্দুল মোছাব্বির, সৈয়দ সুরুক আলী, মামুন কবির চৌধুরী, এস এ রহমান মধু, রুহুল আমিন রুহেল এবং মোস্তফা কামাল বাবলু।

বক্তারা ট্রাস্টের অতীত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং মৌলভীবাজার জেলায় শিক্ষার উন্নয়ন ও মানবকল্যাণে আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে, চীন সরকারের প্রস্তাবিত বাংলাদেশে চারটি হাসপাতালের মধ্যে একটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের জোর দাবি জানিয়েছেন বক্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ডিনার পরিবেশন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়