রোববার , ১১ মে ২০২৫
Sunday , 11 May 2025
১৩ জ্বিলকদ ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:৫৬, ৪ মে ২০২৫

গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

যুক্তরাজ্যে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ দিবসে বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৩ মে) বিকালে পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কে বাংলাদেশে সাংবাদিকদের গণগ্রেফতার, হামলা-মামলা, নিপীড়নের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও দেশটির প্রবাসী মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান এর সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় সভায় বক্তারা জানান, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, জামিন ও দেওয়া হচ্ছে না । প্রায় দুই শতাধিক  সাংবাদিকের নামে মামলা হওয়ায় শঙ্কিত আছেন সাংবাদিকরা।

এসময় গ্রেফতার সাংবাদিকদের মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানান তারা।

বক্তারা আরও জানান, সর্বশেষ দীপ্ত টিভির নিউজের সম্প্রচার বন্ধ করা হয়েছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে। আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে।

তারা জানান, ড. ইউনূস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং নির্যাতন বেড়েছে। তাই সাংবাদিকদের ওপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না। তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।

এ সময় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল,ইশাদ খান রাশেদ, নুরুন্নবী আলী, আব্দুল মোমিন, সোহাগ যাদু, মোহাম্মদ জিলানী, শরীফ সুমন, নিশিথ সরকার মিটু, এম রহমান ওলী মানবাধিকার কর্মী কাউন্সিলার পুস্পিতা, হাফেজ জিলু খান, আব্দুল আহাদ চৌধুরী, সৈয়দ এনাম, মুজিবুল হক মনি, জামাল খান, সালাহউদ্দিন আহমেদ, জুবায়ের আহমদ, সুয়েজ মিয়া, অভিষেক শেখর জিকু, ছামিয়া আক্তার সৌরভী, সাহিদা আক্তারসহ আরো অনেক।

সর্বশেষ

জনপ্রিয়